দেখে নিশ্চুপ-
অবারিত সবুজের মোহময় রূপ।
রূপ দেখে ভুলে যায় দুধভেজা চাঁদ
খুশীতেই ফুল-পাখি ভেঙে ফেলে বাঁধ।
বাতাসের ঢেউ-
ছুঁয়ে ছুঁয়ে নাড়া দিয়ে যায় যেন কেউ।
নাড়া দেয় ঝাড়া দেয় টলমলে জল
সূর্যকে দেখে কমে শিশিরের বল।
শরতের কাশ-
মুখ তুলে জানায় সে কী যে উচ্ছ্বাস!
তুলোতুলো হয়ে ঘোরে ফালিফালি মেঘ
আকাশের গায়ে খুশী নাকি উদ্বেগ!
হাটুহাটু জল-
মাছ দেখে নেমে আসে বকেদের ঢল
ঢল বেয়ে আসে পাখি নিয়ে আসে বেশ
মোহময় রূপেরূপে জেগে ওঠে দেশ।