সত্য যখন সামনে আসে মিথ্যেরা যায় হেরে
যে মিথ্যেরা বলে- "সত্য, তুই ব্যটা টা কে রে?"
যার দাপটে এই দুনিয়া আকাশ-পাতাল কাঁপে
সত্যরা তার ভয়ে পড়ে পাহাড় সমান চাপে।
মঞ্চে গড়ায়, লঞ্চে গড়ায়, গঞ্জে গড়ায় মিথ্যে
এই ভাষণে খুব সহজে আসন গাঢ়ে চিত্তে।
বাবার কাছে মায়ের কাছে স্যারের কাছে মিথ্যে
সবখানে যায় সমান তালে জিততে এবং জিততে।
মিথ্যে যখন বাড়তে বাড়তে উঠেই চলে উর্দ্ধে
সত্যবাদীর সাথে তখন নেমেই পড়ে যুদ্ধে।
যুদ্ধ করে সবার সাথে অহংকারের লক্ষ্যে
সত্য তখন গুড়িয়ে দেয় মিথ্যেবাদীর চোখকে।