তাকছিলো দেখে মিনি কইমাছ ঝোল
তাকে রাখা, তাই লোভে চোখ হলো ঢোল।
কদ্দিন ইঁদুরের সাথে দেখা নেই
পেট তার জ্বলে যায় শুধু ক্ষুধাতেই!
সেদিন কী হলো শোনো- শিকারের সাপ,
গাছ থেকে তার গায়ে দিলো এক লাফ।
মিনিটাই লাফ দিলো বাপরে কী বাপ,
বেশ দূরে গিয়ে পড়ে জুড়ে দিলো কাঁপ!
টইটই করে মিনি খেয়ে আসে কাটা
কেউ দেয় হাড়গোড় কেউ দেয় ঝাঁটা!
মিনিটার দুঃখ টোকাইয়ের মতো
ঠেলাঠেলি মন তার দগদগে ক্ষত!