ফেব্রুয়ারি, ভুলতে পারি?
রফিক ভাইয়ের দান?
বুকের তাজা রক্ত আনে
মুখের দিকে টান!

মুখের টানে আনে ভাষা
জানের ভাষা এই,
এই ত্যাগেরই মতো ভাষা
আর কোথাও নেই।

ফেব্রুয়ারি, ভুলতে পারি?
রক্ততাজা ফুল,
অন্যভাষা মায়ের ভাষায়
ভাঙাবে সব ভুল?