বারবার আসে মায়া
সৌজন্য সাক্ষাৎ করা ফুল
নিয়মিত যাতায়াত বাড়ায় ভ্রমরের
কিন্তু
নির্মম গৃহস্থ কিংবা টান
কোনটিই তার নেই
সৌন্দর্য আর শোভায় মুড়িয়ে সৃষ্টি করে
মায়াবী উত্তেজনা
ভ্রমর, পাখি, পেস্টিসাইড বিমোহিত হয়ে যায়
প্রেম প্রেম ভাব হয় আমারও
ওর কাটা দগ্ধ করে
পুড়িয়ে, ভেঙেচুরে শূন্যতা এনে দেয়
মিথ্যে মায়ার করাঘাতে
ক্রমশ ক্ষয়ে যাওয়া বিধ্বস্ত উল্কাপিণ্ডের মত নিঃশেষ হয়ে যাই-