বাজি ভাই পাজি খুব
হুল তার কানে
বিষ ঢালে কাটা মেরে
ক্যারক্যারে গানে।
পুঁটি ভাই দুটি মাছ
একসাথে থাকে
টাকী ভাই বাকী খায়
তারে খায় কাকে।
শোল ভাই ঢোল পেটে
ডাকে ওই ট্যাপা,
বোয়ালের চোয়ালটা-
ধরে তুই ক্ষ্যাপা!
রুই ভাই দুই ভাই
বাদরের সেরা
পথচারী মাছেদের
পিছ্ লাগে এরা!