ডোবা থেকে উঠে এলো
মুটকো মাছি, ডাঁসা-
মাথাজুড়ে চোখ ছিলো তার
চারিদিকে ঠাসা।
ময়লাভরা মুখের শূঁড়ে
বন্ধ নাকের কিনারজুড়ে
গন্ধগুলো ঢুকলো এবং
ডিম ছিলো তার পা'য়
বসেই ভাতে ডিম মাখালো
ভাতের সারা গায়।
ময়লা গেলো ভাতে
রোগজীবাণু আমরা পেটে
ঢুকিয়ে দেই হাতে।
মাছির ময়লা খাবার খেলে
হয় যে নানান রোগ
জটিল রোগে পড়লে হবে
দুঃসহ দুর্ভোগ!