মার্চ মানে বাঙালির টর্চার সেল
খুন রাঙা দেহে কারো জখম ও জেল।
হত্যার শেষে তার শব নিয়ে খেলা
ছিঁড়ে কুটে শেষ করে
হায়েনার দল,
মার্চ মানে বাঙালির তেজে ভরা বল।
মার্চ মানে মুজিবের আঙুলের জোর
ভাষণের তান্ডবে কেঁপে ওঠে দোর।
প্রতিজ্ঞা নিয়ে সব ফিরে আসে ঘরে
ঘরেঘরে প্রতিবাদ
যুদ্ধের রেশ
কোণঠাসা বিরোধীরা ছেড়ে গেলো দেশ