মানুষ আমি এমন মানুষ সুগন্ধি এক ফুল
নিজের বাদে অন্যলোকের ধরতে পারি ভুল।।
পাপের সাগর সেই সাগরে নেই যে কোনো কূল,
এমন জাতের ফুল।।
ইউটিউব দেখা হুজুর আমি ইউটিউবে বেহুশ
যেই না কিছু জানতে পারি অন্যকে দেই দোষ
আমি হুজুগ আলেম মানুষ নেই যে আমার তুল।।
এমন জাতের ফুল।
নিজের বাদে অন্যলোকের ধরতে পারি ভুল।
বাবা-মা কে মারি ধরি যদি করে ভুল
অন্য যে কেউ করলে এমন চড়াই কঠিন শূল।
বিচার দেখে জানুক আমি ভালো কাজের মূল।।
এমন জাতের ফুল।
নিজের বাদে অন্যলোকের ধরতে পারি ভুল।