আম পেকেছে জাম পেকেছে
কাঁঠাল পাকা ঘ্রাণে,
মামাবাড়ির পাকা লিচু
দোল দিয়ে যায় প্রাণে।
জামের রঙে গাল রাঙাতে
মামাবাড়ি আসা
ডালিম, লেবু, ড্রাগন ফলে
ওই বাড়িটা ঠাঁসা।
মামাবাড়ি মামাবাড়ি
বাগানভরা কলা
রাতটা হলে গল্প জমে
গান-কবিতা বলা।
জ্যৈষ্ঠ্য মাসে মামা বাড়ি
চলে আসি ঠিকই
তোমার মামাবাড়ি বলো-
আর পাওয়া যায় কিকি?