একাত্তরে কী যে পেলাম
সবুজ লালের দেশ
চারিদিকে সুখ এখানে
যায় না হয়ে শেষ!

আমার এখন করছে ঘায়েল
আনন্দ তার তীর,
একাত্তরে করলো স্বাধীন  
কোন সাহসী বীর!

বীরের তাজা রক্তে পেলাম
এমন মায়ের দেশ
তাদের জন্য করছি সবাই
লক্ষ সালাম পেশ।