একদিন সন্ধ্যায় ভয়াবহ লোডশেডিং হলো!
তখন আমার হাতে ছিলো পড়তে থাকা অসমাপ্ত ড্রাকুলা সমগ্র।
একঝাঁক শকুন উড়তে উড়তে সেগুলো ডানাওয়ালা মানুষ হয়ে গেলো!
কুচকুচে রাতে লম্বা দাঁতওয়ালা মানুষগুলোর ভয়ঙ্কর মুখাবয়ব দেখে বুকটা পাথর হয়ে যাচ্ছিলো-
বিদ্যুৎ ছাড়া সময় খুব অসহনীয় হয়!
বই বন্ধ করে মাকে বললাম- "আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও না!"
মা আমাকে ঠান্ডা পানি দিলেন।
চেয়ে দেখি অবিকল মায়ের মতো দেখতে একটা ড্রাকুলা আমার দিকে ভয়ঙ্কর দাঁত বের করে চেয়ে আছে!
গলা শুকিয়ে কাঠ হয়ে গেলো দেহ আমার।
গ্লাসে ঠান্ডা পানি চুমুক দিলাম! ওমা, পানি এত লোনা হয়!
হঠাৎ বিদ্যুৎ এলো! চেয়ে দেখি আমার হাতের গ্লাসে পানি নয়, তাজা লাল রক্ত!