তুমি এসেছো যখন-
কানায় কানায় পূর্ণ হয়েছে আমার মন

অবাক বিস্ময়ে চেয়ে দেখি মনটা তোমারও
এক সাগর পৃথিবী হয়ে গেছে
উদাস পাতারা যেন পাপড়ি বের করে ছড়িয়ে পড়েছে লাভাচিহ্ন কাঠামো হয়ে
হাতের আঙুলে আঁকা মেহেদি উদাস চুল খুলে
রাত্রি পিপাসার সঙ্গী হয়ে যায়
তাই
তুমি হয়ে উঠেছো
সবুজ মখমল বিছানো আমার জাদুঘর!
এখানে শুধু চাঁদ আসে, ফুল ফোটে, পাখি গায়-
এতকিছু আমার তুমি-

একদিন তুমি-
হারিয়ে গেলে, অমাবস্যার প্যাঁচা হয়ে
পড়ে আছি আর-
পাতালপুরীর আচ্ছন্ন আগন্তুক হয়ে দিন কাটে আমার