কতদিন পরে হলো দেখা যে তোমার
বলেছিলে হবে কি না দেখা যে আর।।
দেখা হলো কথা হলো না
বেদনাতে বাড়লো যে সেই হাহাকার।।।
একদিন এমনই ছিলো
দেখার তৃষ্ণায় মন
ফুরাতো না দেখার তৃষ্ণা
পাশে থাকলেও সারখন।
সেই স্মৃতি ভুলে গেলে কী যে বেদনার।
পাশাপাশি হাঁটা আর
গল্প বলার দিন
বৃষ্টি ভেজা সেইসব
স্মৃতি অমলিন
উচ্ছল হাসি ছিলো
গালে ছিলো টোল
দেখা হলো আজ কারণ
পৃথিবীটা গোল।
এই হাসি দেখে জীবন
হলো না তো পার।।