বিলের পাশে খালের পানি খালের পাশে ড্রেন
জল কলবল মাছের সারি বগিঅলা ট্রেন।
শুকনো ছিলো মাছ ছিলো না কয়েকটা দিন আগে
কোথায় থেকে এলো এ মাছ শুকনো ডাঙার ভাগে!
কোথায় থেকে আসছে পানি আকাশ ফাটা জল
বিল গড়িয়ে খাল গড়িয়ে ঢল নেমেছে ঢল!
ঢলের সাথে শিং টাকি মাছ আরও আছে শোল
বাচ্চা ছেড়ে কেউবা আবার পাকিয়ে আছে গোল।
টেংরা, বাজি স্রোতে ভেসে যায় বাজিয়ে গান
কই' ছুটেছে উঠোন পথে ভর দিয়ে তার কান।
কোথায় থেকে বাচ্চা ছেলেমেয়ের এলো দল
মিছিল নিয়ে বলছে তারা, চল জলে যাই চল।