ব্যাঙ পড়ালো বিয়ে
খবরটা এই নিয়ে
বনের ভেতর বিচার দিলো
মুরুব্বী এক টিয়ে।

পাগড়ী কোথায় বরের
চাল-খুটি নেই ঘরের
হাড়ে লাগা, চামড়া ঝোলা
রোগী যেনো জ্বরের?

কাজী গেলো কাজে
বাদ্য বিয়ের বাজে
তাই বলে কি কুনোব্যাঙের
কাজী হওয়া সাজে?

গরুর গাড়ীর সরু ঠ্যাঙে
বর এসেছে নিতে
কনের বাবা মেয়ে কেনো-
নারাজ হলো দিতে?