ফুটফুটে তার ছটফটে মন
টুকটুকে তার মুখ
কল্পনারা কোথায় যাবে-
এখনই আসুক!
রাসেল হলো ছোট্ট পরীর
দুষ্টু সোনার ফুল
গাল দু'পাটি দাঁতের মাঝে
তুলতুলে তুলতুল।
রাসেল ঘোরে আমার সাথে
কাটাই ভালো দিন
আমরা দুজন করতে থাকি
ধরা প্রদক্ষিণ।
আকাশপাতাল ঘোরা এ মন
বিছানাতে ঠাই,
উঠেই দেখি রাসেল ভাইয়া
আমার পাশে নাই!