কবুতরের জ্বর হয়েছে ডানার ভেতর ফোড়া
আজ তিনদিন ঘরের ভেতর বন্ধ আছে ওড়া।
সেদিন খেলো খেলার মাঠে ঘাসফড়িঙের গুঁতো
ফুলে ডানা তাই হয়েছে জ্বর বাঁধানো ছুতো।
জ্বর হয়েছে জ্বর
কাঁপছিলো তার ঘর
পাহারাতে রাখছিলো এক মাদী কবুতর!
বাক-বাকুম পায়রা
কবুতরের ভায়রা
খোপে পুরে রাখতো তাদের বড়বাড়ির রায়'রা।
পায়রা নিয়ে এলো ওষুধ, ফোড়া এবং জ্বরের
তাই খেয়ে তার রোগ পালালো বাইরে এলো ঘরের।