অজানা আশংকায় পাথর
চোখের পাতায় নামায় লালচে আঁধার
জরায়ুস্নাত মেখ ছুঁয়ে দেয় নীল
আর-
জোনাক ঢাকা দিন
যেন দুঃখ রচনা করে রাতের
চাঁদের মুখ রহস্যময়! পাথর হাসি পথ বিষন্নতা ছড়ায়
তবুও আশংকায় কাটে মন
তবুও হাসিহাসি প্রেম-
আসিআসি করেও এলো না!
চেনা আকাশে ভাসে
অচেনা সমুদ্র- ভয়ার্ত আগুন!
প্রতারণার অবিকল আলাপে জমে ওঠে সংসার; যেমন-
ঘাসের সাথে পাতার; পাতার সাথে গাছ
থরেথরে বৃষ্টিময় আঘাত!
অপলাপ বিন্দুতে থেমেথেমে ভাঙে বাজার
তবুও আশংকায় কাটে মন
তবুও কিছুকিছু সুখ-
ইচ্ছে করে এলোনা কাছে!