বাঘের সাথে সবার চেয়ে
গরুর ছিলো খাতির
এই খবরে বনটা জুড়ে
জাত গেলোরে হাতির!
হাতির ছিলো জাতির প্রতি সে কী বড় টান!
বাঘেরা তো তাদের সাথে গায় না মোটে গান।
তাই বাঘেদের আজ হয়েছে গরুর সাথে মিল
সারামাঠে তাদের সাথে চরছে সারাবিল।
আর ওদিকে হাতি ম'শয় এসব দেখে ফোঁসে
ভুল করে তাই কলাগাছকে আঙুল ভেবে চোষে!
কলাগাছে বাদুড় বসা উল্টে পড়ে ঘাড়ে
হাতি এখন দুঃখের কথা বলবে এসব কারে!
এই সুযোগে বাঘের সাথে
গরুর সে কী খেলা
চোখ দুটো তার ফ্যালফ্যালিয়ে
দেখে কাটায় বেলা!