ফুলগুলো তুলতুলে চুলখুলে হাসে
মউমাছি ডানা মেলে দেখো তার পাশে।
শূড় দিয়ে তুলে নেয় চকচকে মধু
চাক মাঝে অপেক্ষায় আছে তার বধু।
পতপত পতাকার মতো ওড়ে পাতা
সবুজের সমাহার করে তোলে মাথা।
নতুনের আগমন কচিকচি ডালে
সুগন্ধি ঢুকে যায় নাক-কান-গালে।
দখিনের বাতাসটা ফুরফুরে দেহ
মোলায়েম আদরেই টানে যেন কেহ।
জেগে ওঠে পথঘাট শিমুলের লালে
কী দারুণ কিশলয় মনমরা ডালে!