কাকের জীবন থেকে আমার জীবন
নিঃশর্ত সবুজ মাখা
রক্তিম দুর্দশা থেকে জলের উপঢৌকন
কিন্তু চৌকষ উষ্ণতা কাকের কুহুকুহু
কোকিল কেড়ে নিলো কা কা কিচিরমিচির
তাই সন্ধ্যা হওয়ার সম্ভাবনা  আজীবন
নিষিদ্ধ হয়ে গেলো
তবে নিরন্ন বিকেল অপরাহ্ন ঠেকাতে
যদি চিলগুলো আকাশ থেকে মাটি
মাটি থেকে আকাশ ছুঁইছুঁই করে