শীতের ভোরে খুকুমনি
আর থাকে না ঘুমে,
তাই সকালে সূর্যিমামা
ভরিয়ে দেয় চুমে।

মক্তবে যায় কোরান শেখে
বাড়ি এসে পড়ে
আম্মু তখন নাস্তা এনে
মুখের কাছে ধরে।

ইশকুলে যায় খুকুমনি
সময় হলে উঠে
বাবার নজর খুকুর রুটিন
যায় না যেন ছুটে।