খুকুর আছে অনেক পুতুল বাক্সভরা তাকে
কত্তো মজার খেলা করে আবার তুলে রাখে।
একটা পুতুল বর সাজিয়ে পাগড়ি মাথায় পরায়
একটা পুতুল বউ সাজিয়ে পালকি করে চড়ায়।
একটা পুতুল বাজার করে একটা পুতুল রাঁধে
একটা পুতুল খাওয়ার জন্য মায়ের কোলে কাঁদে।
একটা পুতুল গরু চরায় যায় নিয়ে যায় মাঠে
একটা পুতুল হনহনে যায় কিনতে সদাই হাটে।
একটা পুতুল মেন্দি মাখে একটা পুতুল মাখায়
একটা পুতুল ব্যস্ত থাকে গাঁয়ের ছবি আঁকায়।
খুকুর আছে মেয়ে পুতুল পরায় নানান শাড়ি,
পুতুল নিয়ে এই খুকুটা মাতিয়ে রাখে বাড়ি।