খুকুর কানে দুল
তুলতুলে তুলতুল।
কথা বললে ঠোঁট হয়ে যায়
ঝুমকো জবা ফুল!

ফুলের মত মুখ
টুকটুকে টুকটুক
ছুটে চলাবলা দেখলে-
ভরে আমার বুক।

চমৎকার তার ঢক
ঝকঝকে ঝকমক
হাঁটলে যেন রকস্টার
নাচ জুড়েছে রক!