খুকুমনি শারিকার ঠোঁটে হাসি ঝরছে
মধু তার মুখ থেকে চুয়ে চুয়ে পড়ছে।
ধরধর বললেই সে কী মজা লুটছে
আম্মুকে ধরতেই কী দারুণ ছুটছে!
খুকুমনি শারিকা তো হাঁটতেই শেখেনি
দাঁড়ানোর চেষ্টা! একবারও টেকে নি!
আম্মুর হাত ধরে হাঁটতে ও শিখছে
ভাইয়ার কলমটা ভাঙছে, না লিখছে!
খুকুমনি শারিকার তুলতুলে শরীরে
নিতে চাই কোলে তাই হুড়মুড়ে পড়ি রে!
কোলে নিলে ভরে তোলে খিলখিল হাসিতে
সবাই তো চায় শুধু খুব ভালোবসিতে।