মিঁয়াও মিঁয়াও- মিঁয়াও মিঁয়াও-
কুটুম এলো কুকুর,
এই কুটুমকে দেখে 'মিঁয়াও,
ভয় পেয়েছে খুকুর।
হঠাৎ কুকুর কুটুম এলে
গলা ছেড়ে ডাকে
খুকুর মিঁয়াও লাফিয়ে উঠে
খোঁজে যেন কাকে!
কুকুর কুটুম লাগবে না এই
খুকুমনির কাছে
কারণ- খুকুর খেলার সাথী
মিঁয়াও মিঁয়াও আছে।