খুকুর পুতুল তুতুল তুতুল খোকার পুতুল গালফোলা
খুকুর গাড়ী কুচুরমুচুর খোকার না'য়ে পালতোলা।
খুকুর ফোনে টোন ভালোনা খোকার ফোনে টোন ভালো
খুকুর বইয়ে কত্তো কিছু খোকার তবু মন ভালো।
খোকাখুকু দুইজনে বেশ একসাথেতে থাকতে চায়
চারুকলার ছবি দুজন বইয়ের মতো আঁকতে চায়।
দুইজনে দুই মন আছে আর সকল কাজে মিল আছে
তাদের প্রতি গাঁয়ে সবার ভালো রকম ফিল আছে।