টমেটোকে ডাক দিলো ঝুলে থাকা লংকা
তুই এতো লাল হয়ে বাড়ালিরে শংকা!
সরিষারা আরও বেশী বেড়ে হলো পোক্ত
জাত ভাই সব গেছে বাড়ছে রে শোক তো!
রসুন আর পেঁয়াজের সাথে মিশে মশলা
পেটমোটা আলু তুই কই এসে বসলা!
ঝাল, নুন, তেল মিলে কে হলো মিক্সার
খেলাধুলা মতো করে বানালো কে ফিক্সার?