মশলাপাতি, চুলো, হাঁড়ি
সব গোছানো শেষ,
রাধুনি তো রান্না করে
কাঁপিয়ে দিলো দেশ।

কাদায় গড়া মিষ্টি নিয়ে
অতিথীরা এলো,
মিছামিছি চাকুমচাকুম
করে সবাই খেলো।

একটু পরে এলোমেলো
করে দিলো তা-
খুকু তখন বললো, "এসব,
গুছিয়ে দিও মা।"