নেট চালানো কাঠবিড়ালির
উর্ধ্বে খাঁড়া লেজ,
খুলছে নাকি বনবিড়ালে
তার একাধিক পেজ।
লাইক-কমেন্ট-শেয়ার
সবাই করে কেয়ার
তার স্ট্যাটাস মানেই বড়
কীর্তিমানের ছাপ
তাইতো আরও বাড়ছে মহা-
ফলোয়ারের চাপ।
ইউকে-আরব-চীনে
চলে না তার বিনে
এক ভিডিও দেখতে আরেক
ভিডিও চায় তার
লাখ ভিউয়ে কাঠবিড়ালি
মানায় সবার হার।
বনে-শহর-গাঁয়ে
নেই মাটি তার পায়ে
সাবস্ক্রাইব করছে খুকু
ইউটিউবের পেজ,
দেখছে খুকু কাঠবিড়ালির
কত্তবড় লেজ!
লেজ নিয়ে এই কাঠবিড়ালী
সেদিন দিলো পোস্ট
খুকুর কাছে খুব ফেভারিট
কাঠবিড়ালিই মোস্ট।