গাছের সাথে কাঠবিড়ালির
অনেকদিনের ভাব
চড়তে গাছে দেয়তো দেখি
আস্তে করে লাফ।

কাঠবিড়ালি বন্ধু গাছের
আপন যেন অনেক কাছের
একসাথেতে থাকে
দু'জন মিলে ফেস করে যায়
আপদ-বিপদটাকে।

কাঠবিড়ালি গাছ বিড়ালী
ফল তুলে সে চিবায়
বন্ধু বলে বুকের আগুন
ভাগ করে তাই নিভায়।