কোথায় যাবো কোথায় যাবো মন ভালো নেই আমার
কাকার বাড়ি নানার বাড়ি নাকি যাবো মামার!
মামার বাড়ি মামার বাড়ি নদীর পাশে তীরে
ওইখানে সব মজার কিছু আসবে মনে ফিরে।
নানার আছে ডিঙি নৌকা মামা হলো মাঝি
আরেক নানা বিয়ে পড়ায় বিয়েবাড়ির কাজী।
নদীর পাশে মনটা আমার যেতে কেমন করে
নানাবাড়ির নদী টানে নদীর জাগা চরে।
কোথায় যাবো কোথায় যাবো এই পেয়েছি ইচ্ছে
নানার কাছে শুনবো আমি নানান রকম কিচ্ছে।
দেখবো নদীর কলকলানো ঝরঝরানি ছন্দ
রাতেরবেলা নেবো আবার গোলাপ-বেলীর গন্ধ।