দেয়াল বেয়ে আরশোলাটা শিকার দেখে ছোটে
আবার দাঁড়ায় গোঁফে শানায় চুল নেড়ে যায় ঠোঁটে।
শিকার গেলো ছুটে
নিয়ে গেলো লুটে
টিকটিকিটার এলাকাতে আসলি কে তুই উঠে?
টিকটিকিটা একাই খাবে ওই এলাকা তার
ঘোষণাটি- "আসবে যে তার ভাঙবো আগে ঘাড়।"
আরশোলাটা থতমত খেয়ে গেলো উড়ে
দাঁড়া ব্যটা মুন্ডু খাবো তোকে এসে কুরে।
কার শিকারটা কে খায়
দুনিয়া যে হায় হায়!
তেলা মাথায় তেল গড়িয়ে ভিজিয়ে দেয় দাঁড়ি
ফকির মরে টাকার জ্বালায় ধনীর বাড়ি-গাড়ী।