আজকে জানি কেমন কেমন বাদল ঝরার দিন
আকাশখানি কাদছে কেনো কার কাছে সে ঋন!
ঋণের বোঝা টানতে নারাজ তাই সারাদিন কাঁদে!
থমকে থাকা জল পড়ে তাই দালানকোঠার ছাদে।
আজকে জানি গাছের পাতায় বেসুরো তার গান
মর্মরে তার বেদনারা মান করেছে মান!
উঠবে দালান বনবনানী এক নিমিষে শেষ
বৃষ্টি ঝরার কাহিনী কী, কে করেছে পেশ!
ঋতুর দেশে থিতু হয়ে কোনটি কখন আসে
শরৎ শেষে বর্ষা কেনো ঝরঝরিয়ে হাসে!
বৈশাখে নয় বৈশাখী ঝড় ধান পাকে আজ শীতে
বন্যা ঝড় আর জলোচ্ছ্বাসে বুক হয়ে যায় চিতে।
কখন কে যে আসছে এখন কে নিবে এর দায়
বৃষ্টি আসছে আসুক জোরে কুঁড়েঘরের ছায়।
মানুষ যখন বৃক্ষ কাটে আবহাওয়া টলে
বৃষ্টি তখন বলে- নেইতো, তোমাদের ও দলে।