বৃষ্টি এলো ফড়িঙগুলোর পাখনা গেলো বেঁকে
হালকা জলের পরশ পেয়ে ব্যাঙ জানালো ডেকে।
ব্যাঙের মাথায় নেইতো ঘাড়
দূরেই রেগে ছিলো ষাঢ়
দড়ি ছিঁড়ে কোথায় গেলো পগারপার?
মেঘের গায়ে লাল খয়েরী পালকি এলো ভেসে
চাঁদের পাশে বুড়ির সুতো কাটলো অবশেষে
বুড়ির চুলে পড়লো জট
চাঁদে বুড়ি! না না বট-
মেঘ ডেকেছে আকাশ জুড়ে ভটরভট!
গাছে একটি তোতাপাখি পাখনা আছে ঝুলে
শিকারী তার প্রাণটা নিলো বুলেট দিয়ে তুলে
শিকার হলো পাখির মন
খুশিতে হয় কে টনটন-
কার বেদনায় কে হেসে যায় সারাক্ষণ!