ইশকুল, খাওয়া, না- সাইকেল ঘুরিয়ে
কখন যে সময়টা গিয়েছে রে ফুরিয়ে!
সন্ধ্যাটা এর মাঝে করে বেশ ছুঁইছুঁই
পেছনেই কার হাতে আমার এ কান দুই!
কান টানাটানি করে পড়তেই বসলাম
তাড়াহুড়ো করে সব অংকই কষলাম!
তবু এই কান দুটো আবার কে টানলো
ভুলভাল অংক কে, খাতা ভরা জানলো!
ভালোভালো এত কাজ দেখে না বাবা টা!
তবে, পড়া এত যায়? করা যায় ভাবাটা?
কান টেনেটেনে হলো দুই কান লম্বা
ফ্রিজের কোণে ঘামি, তুমি হলে জমবা!