তোমার নামে দরুদ পড়ি
একলা যখন হই
হাজার লেখক কবি লেখেন
তোমার নামে বই।
তুমি কামলিওয়ালা কামলিওয়ালা কামলিওয়ালা ফুল
তুমি মুহাম্মদ রাসূল।
তোমায় দেখে জমিন হাসে
গায় যে পাখি গান
গাছগাছালি ছায়া দিতে
তোমার দিকে টান।
সৃষ্টি জগৎ তোমায় দেখে খুশিতে মশগুল।।ঐ
এত দয়া এত দয়া
কোথা যে পাইলেন
তোমার জন্য পৃথিবীটা
খুঁজে পেলো প্রেম
ধৈর্য্য তোমার আকাশ সমান
ছিলো অফুরান
তোমার জ্ঞানে হেরেছিলো
তায়েফবাসীর মান।
তোমার মধুর বাণী আহা শান্তি সুখের মূল।।ঐ