ঈদের খুশি খিদের খুশি
জিদের খুশি ঈদ
এই খুশিতে ঝলমলে এই
সকল শিশুর হৃদ।
হৃদের খুশি ঈদের খুশি
হাসির খুশি চাঁদ
এই খুশিতে ভেঙে পড়ে
খুশির যত বাঁধ।
চাঁদের খুশি তাদের খুশি
একটি মাসে পর,
মুখটি কেমন ঝলমলে হয়
ঝলমলে হয় ঘর।
মুখের খুশি বুকের খুশি
মনের খুশি ঈদ
এই খুশিতে নেই দু'চোখে
আগের মতো নিদ।