ফলগুলো পাকা পাকা তরতাজা লাল যে
লোভী মুখ জল এনে ভিজে দেয় গাল যে।
আম-জাম কত ফল ভরে থাকে জৈষ্ঠ্যে
এক ফল খেলে দাগ শুকায় না ওষ্ঠে।
বাড়ি বাড়ি লেগে থাকে কাঁঠালের ঘ্রাণটা
এইফলে আমাদের ঢুকে আছে প্রাণটা।
জামরুল থেকে মন ফেরে না তো কিছুতে
গরমের শান্তি যে কালোজাম, লিচুতে।
তরমুজ, আতাফল, আনারস আমরা
গাছ থেকে ডাকে যেন ছোট ছোট জাম'রা।
ফলগুলো টসটসে এর মাঝে পাপা'য়া
জৈষ্ঠটা ফলময় গালে ওঠে চাপা'য়া।