বনের ভেতর ফোন
কে করেছে বোন?
খেঁকশিয়ালের জ্বর!
একটা মোরগ চাই
ওরে, বিড়াল ভাই!
ফোনটা রিসিভ কর!

মোরগ হলে জ্বরটা তখন
খেকশেয়ালের সারে
তা না হলে উত্তেজনা
বনের ভেতর বাড়ে!