গন্ধটা কোনদিক থেকে ভেসে আসছে
মৌমাছি গুনগুন, কারে ভালোবাসছে!
বাতাসের সারাগায়ে লোভাতুর গন্ধ
ভাজ্ঞিস! ছিলো আজ ইশকুল বন্ধ!
গরমের ছুটি পেয়ে মামাবাড়ি আসলাম
আম,জাম, কাঁঠালের গন্ধতে ভাসলাম।
গন্ধটা মন্দ না, মধুমাখা জৈষ্ঠে,
নানাবিধ ফলরস লেগে থাকে ওষ্ঠে।