যেমন করে কপালজুড়ে মা একে দেন চুম
তেমন করে তোমার নামে ভাঙে আমার ঘুম।
আসসালাতু খয়রুম মিনান নাউম
আসসালাতু খয়রুম মিনান নাউম
নামাজ কায়েম করলে দিনের ভালো থাকে মন
এমন করে প্রভু রেখো ভালো সারাক্ষণ।।
মন্দ যখন আসে মনে আস্তেরে নিঝ্ঝুম।।ঐ
তুমি তুমি তুমি প্রভু তুমি আমার সব
আমার জীবন সপে দিলাম তুমি আমার রব।
বিন্দু থেকে করলে সিন্ধু দেহে দিলে প্রাণ
সকল কাজে তুমি প্রভু আল্লাহ মেহেরবান।
করবো পালন তোমার আমি তোমারই হুকুম।।