সে পাবে না ছাড়
কথায় কথায় আশ্রয় যে নেয়
মিথ্যাবাদিতার।

সাগর দেখো সত্য নিয়ে
আছড়ে ফেলে ঢেউ
মিথ্যা বলে বাঁচতে পারে
সত্যি বলো কেউ!

মিথ্যা বলা পাপ
যে বলে তার চলার পথে
নামে অভিশাপ।

সত্যকথা ঢাকতে লাগে
মিথ্যা কথার ঢল
মিথ্যাবাদীর ভরসা এটা
মিথ্যা তাদের বল।

নিচু ওদের মন
মিথ্যাকথা বলবো না তাই
এই করেছি পণ।