ক্যাচ ক্যাচ ক্যাচ
এর মাঝে জমে গেছে ফাইনাল ম্যাচ।
একদিকে ব্যাঙ আর একদিকে সাপ
চারদিকে বেড়ে গেছে কী যে উত্তাপ!
গোল দিলে ঝড় ওঠে করতালি হাত
হেরে গেলো সাপ বুঝি এই নির্ঘাত!
চলছে যে দুইদল ঘাতপ্রতিঘাত
তাই দেখে দর্শক করে বাজিমাত।
গোল হলে দর্শক বলে গোল গোল
কচ্ছপে লাঠি পেটা করে তার ঢোল।
খেলা দেখে সজারুর খাড়া দুই কান
উত্তেজনাতে সীনা হয় টানটান।
ভাগ্যটা কার জিত, কার লেখা হার-
ব্যাঙ দেয় লাফ বাবা, স্ট্রাইকার!
কোলাব্যাঙ হ্যাট্রিকে গোল হয় ফোর
খেলা খানি জমে নেয় উল্টিয়ে মোড়।
ব্যাবধান সে'ম সে'ম ভালো নেই সাপ
ফাইনালে তবেই কী ফস্কাবে কাপ!
ব্যাঙ দিলো ঝাপ
এঁকেবেঁকে গোল দিয়ে জিতে যায় সাপ!