জীবন কখনো থাকেনি থেমে
জীবন চলেছে স্রোতে,
কখনো অনলে সুখের-দুখের
বলের শর্টের থ্রোতে।
জীবন যেখানে যেমন থেমেছে
ইচ্ছেরা ছিলো পিছু,
ওদের নিয়ে অসময় লড়েছি
ঘটতে পারেনি কিছু।
যা কিছু ঘটেছে ভালোর হলো
আলোই এনেছে মনে
অন্ধকারটা আনবো কেনো
ফুল বিছানো বনে?
জীবন আমাকে সাজিয়ে রেখেছে
আগুন ঝরানো পথে
সরাতে সরাতে ভরানো সেপথ
বাঁচানো ভবিষ্যতে।
বাঁচাতে বাঁচাতে বেঁচে যদি যাই
মিথ্যে মাখানো ধরায়
ভালো থেকে যেনো আযরাঈলের
ফাঁসি আমাকে চড়ায়!