প্রতিটা সেকেন্ড আমার কাটে
তোমার ভাবনায়
প্রতিটা আয়ুর সংকেতে তোমার নাম
কত আড়ালে কত চোখের জল নীরব বিরহ কষ্ট তোমাকে ছাড়া একলা সয়
কেউ বোঝেনা সেসব দুঃসহ যাপিত জীবনের গল্প
অগোচরে কেটে যায় বেদনার কালবেলা
একসময়—
দুঃখ পেতে নয় দুঃখ নিয়ে ভাবতে বড়ই ভালো লাগতে!
এখন জীবনটাই পুড়ে
খাটি হীরক দন্ড হয়ে যাচ্ছে! কেউ তো জানছে না? কেউতো খুঁজছে না!
আমাকে ছাড়া কেমনে পারো এত হাসতে, এত মজতে, এত গাইতে!

তুমি চমৎকার সুখে সময় পার করছো।
কারণ সেদিন দেখেছি বারান্দায়
দিব্যি হাসি গানে চড়ুইভাতি উৎসবে রঙিন করে তুলছো

তবে কেনো
আমি এমন হলাম...

তোমার সাথে কাটানো রোমান্টিক স্মৃতি ভুলতে পারছি না!
এখন বুঝছি- আমার ভুল কোনটা!
লজ্জায় আজও বলতে পারিনি- তোমাকে খুব বেশী ভালোবাসি...