ঝরঝরানি কড়কড়ানি বৃষ্টি দিলো হানা
মেঘের পাহাড় গোত্তা খেয়ে গজিয়ে গেলো ডানা।
ডানার পাশে শীতল হয়ে ওজন হলো ভার
নিজের বশে আকাশ পথে থাকতে পারে আর!
ঝরেরে ঝরঝর
আকাশে কড়কড়
ঝরঝরানি মেয়ে আমার ভরিয়ে দিলো ঘর।
গড়িয়ে কেমন যাচ্ছে চলে ঢেউ ভেঙে তা নীচে
শুকনো পাতা কুচো কাগজ সারি হলো পিছে।
গালের ভেতর পোরে স্রোত, কই-পুঁটিদের ঝাঁক
ঝরঝরানি ফোঁটায় ফোঁটায় নতুন দিনের ডাক!
ভরছে পুকুর জল
ঝরছে অনর্গল
সূর্য কোথায় তেজ লুকালো শক্তিশালী বল!
ঝরছে, ঝরুক! মুষলধারে, ফেলবো কোথায় পা?
ঘরের ভেতর কোথায় আছে উষ্ণ কাঁথাটা!
একটা কোণে বসে আছি কাটে না রে দিন
অসস্তি পিঠ এপাশওপাশ নিদ্রাবিহীন।
উঠলো আবার ঝড়
কাঁপলো দালান ঘর
দমকা বাতাস ঝাপটা তেজে জেগেছে দুর্মর!