মেঘের কোলে ছায়ার ছবি
ছায়ার ভেতর মেঘ
শুকনো ধানের চাষীগুলোর
বেড়েছে উদ্বেগ।

মেঘের সারি যায় যে কোথায়
হারালো কী মন
তেপান্তরের মাঠ ছাড়িয়ে
যায় ছাড়িয়ে বন।

মেঘের কোলে দিন লুকানো
আর লুকানো রাত
দুই মিশেলে মেঘ করেছে
সব কাজে ব্যাঘাত।