আমাকে পোস্টমর্টেম করে দেখো
তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কোষগুলো কেমন করে
দপদপ দপদপ করছে
জানি- তবুও তুমি বুঝবে না
তবুও তুমি হাসবে না
তবুও তুমি ভাবে না আমার হৃদয়ে চাওয়ার কিছু আছে
কেনো জানি
তোমাকে এত কাছে পেতে মন চায়
এত ভালোবাসতে মন চায়
এত ভাবতে মন চায়
বলোতো-
একতরফা ভালোবাসা কখনও সুখ দেয়
তোমার সবুজ, পবিত্র অন্তর জাগুক আমার হয়ে
আমি তোমার হয়ে কিছু না হোক অনুভবে থাকতে চাই
ভালোবাসি আরও
যেভাবে বাসলে চাঁদকেও পাওয়া যায়...